ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মালবাহী ট্রলির ধাক্কায় আব্দুল হাকীম মীর (৭৫) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজাপুর থেকে বালু বহন করা একটি ট্রলি গালুয়া যাচ্ছিল। এসময় হঠাৎ ট্রলির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে পথচারী আব্দুল হাকীমের গায়ে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানায়, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :