সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে যা বললেন হাথুরুসিংহে


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ণ /
সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে যা বললেন হাথুরুসিংহে

ক্রাইম ট্রেস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মাত্র ২৪ রান করলেই নতুন আরেকটি মাইলফলক গড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিম ইকবালের (৮১৪৩ রান) পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের (৬৯৭৬ রান) ক্লাবে নাম লেখাবেন তিনি। একই মাইলফলক গড়তে আরও ৯৯ রান দরকার মুশফিকুর রহিমের (৬৯০১)।

সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেছেন টাইগার হেড কোচ হাথুরুসিংহে। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার কোচ বলেন, দলের প্রয়োজনে ব্যাটিং করানো হবে সাকিবকে। যেসব পজিশনে সাকিব ব্যাট করেছে, সব জায়গাতেই ভালো করেছে। সামনের পথচলায় বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকালে, সে যে পজিশনে ব্যাট করলে দলের জয়ে সহায়তা পাওয়া যাবে, সেখানেই ব্যাট করবে।

২০১৯ সালের বিশ্বকাপে ৩ নম্বর পজিশনে ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেছিলেন সাকিব। অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৫ নম্বরে ব্যাটিং করে ৫৮ ও ৭৫ রানের ইনিংস খেলেন। সাকিব তার ২২৭ ওয়ানডে ক্যারিয়ারের মাত্র ৩৬ ইনিংসে ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেছেন। অধিকাংশ সময়ই ব্যাট করেছেন ৫ নম্বরে। ২২৭ ম্যাচে সাকিবের রান ৬৯৭৬ ও উইকেট ৩০০টি।