২৩ ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ /
২৩ ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ

ক্রাইম ট্রেস ডেস্ক : যুক্তরাজ্যের ২৩ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে যেসব ব্রিটিশ সেনা কর্মকর্তা সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

নিষেধাজ্ঞা আরোপ করা ব্রিটিশ নাগরিকরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। খবর আনাদোলুর। এসব সেনা কর্মকর্তার মধ্যে ব্রিটিশ জিঙ্ক নেটওয়ার্ক করপোরেশনের শীর্ষ কর্মকর্তাও রয়েছেন।