পিরোজপুরে ৫ দোকান ও এক ল চেম্বার আগুনে পুড়ে ছাই


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ৪:৪৪ অপরাহ্ণ /
পিরোজপুরে ৫ দোকান ও এক ল চেম্বার আগুনে পুড়ে ছাই

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের বৌদ্যপাড়া নাজিরপুর সড়কের পাশে পাঁচটি দোকান ও একটি ল চেম্বার পুরে ছাই হয়ে গেছে। শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।

এ সময় দুটি ফার্মেসির দোকান, একটি ডিপার্টমেন্টাল স্টোর, মোটরসাইকেলের গ্যারেজ, আসবাবপত্রের দোকান, একটি আইনজীবীর চেম্বার সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন।

স্থানীয় পৌর কমিশনার শহিদ সিকদার বলেন, ধারণা করা হচ্ছে, ডিপার্টমেন্টাল স্টোর থেকেই আগুনের সূত্রপাত। এতে ছয়টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানি নুরুল হক জানান, তার প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুর রশিদ বলেন, ডিপার্টমেন্টাল স্টোরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে বলা যাবে।