“আমার মায়ের মত মা আমি আরতো পাইমু না গো”


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ৪:৩০ অপরাহ্ণ /
“আমার মায়ের মত মা আমি আরতো পাইমু না গো”

ভোলা প্রতিনিধি : আমার মায়ের মত মা আমি আরতো পাইমু না গো।বাসাততে সকাল বেলা হাইজ্জা কাইজ্জা কই যাচ শিখা তুই?শিখা কইলো মা কলেজে অনুষ্ঠান আছে গো।শুক্কুর বারে কিয়ের অনুষ্ঠান?শিখা বললো আমি এ্যকলা যাই?তখন আমি কিছু কই নায়। এভাবেই আহাজারিতে কথা গুলো বলছিলেন ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রী শিখা বেগমের মা।

শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কলেজের আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্য বাড়িতে বের হন শিখা বেগম। কলেজের যাওয়ার পথিমধ্যে বাস চাপায় শিখা ও রিমা বেগম নামের দুই কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শিখার মা তিনি আরো জানান,আমার মেয়েকে আল্লাহ নিজ খুশিতে নেয়নি।তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি জানান তিনি।পাঁচ মেয়ের মধ্যে শিখা ছিলেন অন্যতম। তার পড়ালেখার মেধাশক্তি ভালো ছিলো।

লেখাপড়া করে পরিবারের জন্য কিছু করার লক্ষ্য ছিলো শিখার। নিহত শিখা ও রিমা ভোলার দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাদের দু জন উপজেলার মধ্যে জয়নগর গ্রামের বাসিন্দা।