স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশাল মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর কালীজিরা বাজারে এক অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিসিসির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ কর্মী নুরুন্নবী বাপ্পী তার অনুসারীদের নিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টি সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল ও বরিশাল মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর।
এছাড়া মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আকতার রহমান সপ্রু, তালুকদার মোর্শেদ ফোরকান, কামরুজ্জামান চৌধুরী কামাল, জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত, মহানগর জাতীয় যুব সংহতির আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন ও সদস্য সচিব রফিকুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ইউসুফ হাওলাদার ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ পলাশ।
বাপ্পী আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলো বলে দাবি করেছেন জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। তার যোগদানে ওই এলাকায় জাতীয় পার্টির রাজনীতিতে গতি পাবে বলে তারা আশা করেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :