পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোয়েন্দা পুলিশের সদস্যসহ তিনজনকে ছুরিকাঘাতে আহত করেছে মাদককারবারিরা। শনিবার বিকেল পৌনে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য মো: প্রিন্স (৩০), গোয়েন্দা পুলিশের সোর্স রিপন ও সাগর। তাদের মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন মুন্সিরহাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সৈকত ও আব্দুর রবসহ স্থানীয় কয়েক বখাটে।
জানা গেছে, চিহ্নিত মাদককারবারি সৈকতকে ধরতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ মুন্সিরহাট বাজারে জাকারিয়ার চায়ের দোকানের পাশে অবস্থান নেয়। এ সময় সৈকত ওই দোকানেই মাদক বেচাকেনা করছিল। তখন দুজন গোয়েন্দা পুলিশ সৈকতকে ঝাপটে ধরলে আত্মরক্ষার জন্য পকেট থেকে ছুরি বের করে গোয়েন্দা পুলিশ সদস্যদের এলোপাতাড়িভাবে আঘাত করেন তিনি। তখন অন্য সদস্যরা দৌড়ে এলে সৈকত পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছে, সৈকতের নেতৃত্বে কিছু কিশোর গ্যাং মাদক ব্যবসায়ের সাথে সরাসরি জড়িত। তাদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদক, মারামারি, কিশোরী অপহরণের হুমকি, ইভটিজিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সৈকতের ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম জানান, ‘পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার জাকারিয়ার চায়ের দোকানে আসামী আছে কিনা যাচাই করতে গেলে তারা গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চায়ের দোকানদার জাকারিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে।’
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :