ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে মো. হাফেজ (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত হাফেজ নোয়াখালীর হাতিয়া উপজেলার জোটখালী গ্রামের মো. নুর আলমের ছেলে। শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা নদীতে ডুবে যাওয়া বাল্কহেড থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাজীপুর চরের কাছে তলা ফেটে বাল্কহেডটি ডুবে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে মেঘনা নদীর মাঝে গাজীপুর চর সংলগ্ন এলাকায় চারজন শ্রমিক নিয়ে বালুবাহী বাল্কহেডের তলা ফেটে ডুবে যায়। পরে ডুবে যাওয়া বাল্কহেড থেকে তিনজন শ্রমিক তীরে উঠতে পারলেও রান্নার কাজে থাকা মো. হাফেজ ভেতরে আটক পড়েন। পরে বাল্কহেডের মালিপক্ষ ও নৌ পুলিশের সদস্যরা প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে বাল্কহেডের ভেতর থেকে হাফেজের মরদেহ উদ্ধার করেন। তবে ডুবে যাওয়া বাল্কহেডটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলের দিকে নিহতের মরদেহ উদ্ধার করে নৌ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরাও থানায় এসেছেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :