ক্রাইম ট্রেস ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।সম্প্রতি রাশিয়া সফর করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পরই জেলেনস্কি বাশারের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করলেন। খবর আনাদোলুর।
পুতিনের সঙ্গে বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশে অবস্থানরত অবৈধ দখলদার মার্কিন সেনারা তাদের ঘাঁটিকে উগ্র সন্ত্রাসীদের আস্তানায় পরিণত করেছেন।
ইউক্রেন শনিবার বাশার আল আসাদ ছাড়া আরও ১৪০ ব্যক্তি এবং ৩০০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত জারি করা একটি ডিক্রি প্রকাশ করেছে। নিষেধাজ্ঞা আরোপ করা বেশিরভাগ ব্যক্তি ও প্রতিষ্ঠানই ইরান এবং রাশিয়ার।
এ নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউক্রেনে ব্যবসাবাণিজ্য করতে পারবে না। এমনকি তাদের কোনো সম্পদ ইউক্রেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে বলেও জারি করা ডিক্রিতে উল্লেখ করা হয়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :