বিশ্বজুড়ে করোনায় একদিনে ২১৪ মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ণ /
বিশ্বজুড়ে করোনায় একদিনে ২১৪ মৃত্যু

ক্রাইম ট্রেস ডেস্ক : সারাবিশ্বে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৯৫৮ জন। রবিবার (১৯ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত একদিনে সবচেয়ে বেশি ১৩ হাজার ৯ জন আক্রান্ত হয়েছে রাশিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে জাপান। দেশটিতে মারা গেছেন ৩৮ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৪ জন এবং মারা গেছেন ৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৯৫ জন এবং মারা গেছেন ৪ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৩ জন এবং মারা গেছেন ২৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৬ জন ও মারা গেছেন ৩৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৫ জন এবং মারা গেছেন ১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২৪ লাখ ৩১ হাজার ১৪৫ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ১৮ হাজার ৯৮৭ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।