শিবচরে বাস খাদে: ঢামেক হাসপাতালে দুজনের মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৩, ১২:০৯ অপরাহ্ণ /
শিবচরে বাস খাদে: ঢামেক হাসপাতালে দুজনের মৃত্যু

ক্রাইম ট্রেস ডেস্ক : মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে আহতদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

রোববার (১৯ মার্চ) সকালে ঘটা দুর্ঘটনায় এই দুজন নিয়ে মোট ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ঢামেক হাসপাতালে মারা যাওয়া দুজনের মধ্যে একজনের বয়স ৬৫, আরেকজনের ২৬। তাদের নাম জানা যায়নি। এই দুর্ঘটনায় আহতদের মধ্যে আটজন এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এএসআই মাসুদ বলেন, এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় আহত ছয়জনকে প্রথমে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হয়। দুজনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে পরে এসেছেন বলে জানা গেছে।