ক্রাইম ট্রেস ডেস্ক : সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবমিলিয়ে বিপিএল আসরে এখন পর্যন্ত কুমিল্লা ৪ বার শিরোপা জিতেছে। তবে সর্বশেষ শিরোপা জয়ের এক মাস পর উদযাপনের উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি। নিজ শহর কুমিল্লায় বিপিএল চ্যাম্পিয়ন দলটি ট্রফি নিয়ে ছাদ খোলা বাসে শোভাযাত্রা করবে।
আগামীকাল (২০ মার্চ) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলায় ‘ভিক্টোরিয়ান্স মেলা’ করবে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে দলের মালিক, হেড কোচ এবং অধিনায়কসহ অন্য খেলোয়াড়রা উপস্থিত থাকবেন। বিষয়টি গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া ম্যানেজার খান নয়ন।
বিবৃতিতে বলা হয়, ‘বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চার বারের শিরোপা জয় উপলক্ষ্যে ২০ মার্চ বিকেল ৪টায় ‘‘ভিক্টোরিয়ান্স মেলা’’ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল, হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন, অধিনায়ক ইমরুল কায়েসসহ দেশীয় অন্য খেলোয়াড়রা চারটি চ্যাম্পিয়ন শিরোপা নিয়ে ছাদ খোলা বাসের আয়োজনে অংশ নেবেন। পরবর্তীতে তারা মোটর শোভাযাত্রাসহ উপস্থিত হবেন জামতলী এলাকার অনুষ্ঠানস্থলে।’
প্রসঙ্গত, বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একইসঙ্গে দলের অধিনায়ক হিসেবেও চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক গড়েছেন ইমরুল কায়েস। যদিও সর্বোচ্চ ৪ বার অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজা আসরসেরার ট্রফি জিতেছেন। কিন্তু এক দলের হয়েই বিপিএলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড একমাত্র ইমরুলের দখলে। যদিও সর্বশেষ টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলো দলটির জন্য মোটেও সুখকর ছিল না। টানা তিন ম্যাচ হারের পর তারা ভালোভাবেই কামব্যাক করে। পরে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করে কুমিল্লা।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :