ক্রাইম ট্রেস ডেস্ক : সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর শনিবার বিমানবন্দরে পুলিশ গ্রেফতার করেছিল জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা মাহিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে সন্ধ্যায় অন্তঃসত্ত্বা ও সেলিব্রিটি বিবেচনায় জামিন দেন আদালত।
তবে মাহি গ্রেফতারের পর প্রতিবাদ করেছিলেন পরীমনি। এদিন নিজস্ব ফেসবুক ওয়ালে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে এ অভিনেত্রী লেখেন— ‘এইটা কোনো কথা না ভাই। চুপ করে থাকতে থাকতে কখন যে বোবা হয়ে যাব আমরা। দেখছেন মাহির দিকে। বুক কাঁপল না আপনাদের! একজন অন্তঃসত্ত্বার এই শারীরিক ও মানসিক ধকলের দায়ভার কে নিচ্ছে তা হলে! আইনের এই খেলা বন্ধ হোক। মাহিকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া হোক।’
পরীমনির আগে অভিনেত্রী জয়া আহসানও সমবেদনা জানিয়েছেন মাহির প্রতি। অন্যদিকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পরীমনিকে ধন্যবাদ জানিয়ে নিজস্ব ফেসবুকে পোস্টও করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এক পোস্টে মাহি বলেন, ‘ওরে আমার পরি, ওরে আমার জয়া আপা, আমার শাওন আপা, তমা, রিপা, মিতু, নীড় আর আমার সব সাংবাদিক ভাইরা… আমার কলিজা তোমরা, আমার শক্তি তোমরা।’
প্রসঙ্গত, দুপুর দেড়টার দিকে মাহিকে গাজীপুরের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মো. ইকবাল হোসেন। তবে সন্ধ্যায় অন্তঃসত্ত্বা এই চিত্রনায়িকার জামিনের আদেশ দেন একই বিচারক। সাড়ে পাঁচ ঘণ্টা কারাবাসের পর রাতে তিনি মুক্তি পান।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :