ক্রাইম ট্রেস ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় আব্দুল বারী (৬০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বারী মোকামতলা ইউনিয়নের ভাগকোলা পূর্বপাড়া গ্রামের মৃত ফয়েজ কাজীর ছেলে।
এই দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ ও চালক আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ট্রাকচালক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁচছিড়া গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে। বিষয়গুলো নিশ্চিত করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল বলেন,
মালবোঝাই ট্রাক বগুড়া থেকে রংপুর দিকে যাচ্ছিলো। পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের ফ্লাইওভারের নিচ থেকে অটোভ্যান মহাসড়কে উঠার সময় ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বারী নিহত হন। দুর্ঘটনার পরেই ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :