স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালের ঝালকাটির অনার্স পড়ুয়া নিখোঁজ মেয়েকে মহেশপুর থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে মহেশপুর থানা পুলিশ উপজেলার বৈঁচিতলা থেকে মেয়েটিকে উদ্ধার করে।
মহেশপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহেশপুর পৌরসভাধীন বৈঁচিতলা গ্রামের আমিনুর রহমান বিশ্বাসের ছেলে আবু সাইদের বাসা থেকে ঝালকাটি জেলার সৈয়দকাটি গ্রামের ওবাইদুল হকের অনার্স পড়ুয়া কন্যা সানজিদা আক্তার(১৮)কে মহেশপুর পৌর ফাঁড়ির এসআই জাহাঙ্গীর উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গত ১৬ মার্চ মেয়েটি নিখোঁজ হয়। তার পরিবার খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটি মহেশপুর অবস্থান করছে। ১৯ মার্চ সকালে মেয়ের মামাসহ পরিবারের লোকজন মহেশপুর থানার সহযোগিতা চাইলে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানায় দায়িত্বরত এসআই জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন। ছেলে মেয়ে উভয় স্বীকার করে তাদের মধ্যে এক বছর ফেইসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে সূত্র ধরে মেয়ে মহেশপুরে ছেলের বাড়িতে এসে উঠলে গতকাল স্থানীয় কাজীর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
মেয়েটি পরিবারের কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানায়। জানা গেছে উভয় অনার্সে লেখাপড়া করে। মহেশপুর থানায় কর্তব্যরত এসআই ফিরোজা জানায়, এ ব্যাপারে একটি জিডি এন্ট্রি হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :