রাঙ্গাবালীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতাকে সংবর্ধনা


ebdn প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৩, ৭:১৫ অপরাহ্ণ /
রাঙ্গাবালীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতাকে সংবর্ধনা

পটুয়াখালীর রাঙ্গাবালীর কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজীব হাওলাদারকে সংবর্ধনা প্রদান করেছেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

শনিবার (১৮ মার্চ) সকালে ঢাকা থেকে লঞ্চ যোগে কেন্দ্রীয় এ নেতা নিজ জন্মস্থান রাঙ্গাবালীতে পৌঁছালে তার আগমন উপলক্ষে উপজেলার গহীনখালী লঞ্চঘাটে জড়ো হতে থাকেন ছাত্রদল নেতাকর্মীরা। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছো জানান রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহান মাহমুদ সোহাগ ও সদস্য সচিব আজিজ মাহমুদসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে তাকে নিয়ে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে ছাত্রদলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি গহীনখালি থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের বাহেরচর বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় উপজেলা বিএনপি নেতারা বলেন, সজিব হাওলাদার রাঙ্গাবালীর কৃতি সন্তান। যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ফলে ছাত্রদলের রাজনীতিসহ কেন্দ্রীয় পর্যায়ে রাঙ্গাবালীর অবস্থান আরও শক্তিশালী হয়েছে যা আগামীর আন্দোলনগুলোতে আরও বেগবান হবে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজীব হাওলাদার জানান, বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতনে দেশের মানুষ রাজপথে নেমে এসেছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই আন্দোলন রাজপথে আছে এবং থাকবে।