সাইফুল ইসলাম, বাবুগঞ্জ : বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন গতানুগতিক পড়াশুনা থেকে বেড়িয়ে আসতে হবে। তিনি বলেন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ, সব কিছুতেই ডিজিটালাইজেশন হচ্ছে। তাই তোমাদের আধুনিক ও শিক্ষা ব্যবস্ততার সাথে তাল মিলিয়ে পড়াশুনা করতে হবে।
তিনি আরো বলেন, প্রত্যন্ত অঞ্চলে তোমরা যারা আছো অবশ্যই তোমাদের এখান থেকে সু-নাগরিক হয়ে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য রাজধানীতে আসতে হবে। সে লক্ষে পড়াশুনার মনোযোগী হতে হবে।
ড. হারুণ অর রশিদ বিশ্বাস বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ ততম বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, কেদারপুর ইউনিয়নের মানুষের উচ্ছ্বাস দেখে আমি মনে করি বাংলাদেশে একটি চমৎকার হাওয়া বইছে। আজকে যদি শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ চমৎকার হাওয়া না বইতো তাহলে আজ আপনারা এখানে আসতে না। কেদারপুর ইউনিয়ন দেশের অনেক ইনিয়ন থেকে আধুনিক ও সমৃদ্ধ।
বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন।
রবিবার বিকাল ৩টায় পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালের ম্যানেজিং কমিটির সভাপতি ও কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মাস্টার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, মোঃ নজরুল ইসলাম হাওলাদার,
মোঃ কামাল হোসেন খন্দকার, মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোসাঃ রিফাত জাহান তাপসী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহাদাত হোসেন পলাশ, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম জোমাদ্দার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মাস্টার সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :