কুয়াকাটা প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় একটি অজগর ও তিনটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা।
রোববার দুপুরের কুয়াকাটার একটি দর্শনীয় স্থান লেবুরবনে সাপগুলো অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী শাখার টিম লিডার মুসা, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান ও মহিপুর বনবিভাগের বনকর্মীরা।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, রোববার সকালে ওই সাপগুলো মহিপুরের পাইকবাড়ি নামক স্থান থেকে সাপুড়েদের থেকে উদ্ধার করা হয়। পরে সাপ ধরা থেকে বিরত থাকবে মর্মে মুচলেকা নিতে তাদের ছেড়ে দেয়া হয়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :