নাজিরপুরে বসতঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ণ /
নাজিরপুরে বসতঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে নিজ বসতঘর থেকে সেলিনা বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ মার্চ) বিকেলে লাশটি উদ্ধার করা হয়। সেলিনা বেগম উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনোহরপুর গ্রামের আ: হাকিম বাহাদুরের স্ত্রী।

আ: হাকিম বাহাদুরের ভাই মান্নান বাহাদুর জানান, ওই গৃহবধূর স্বামী ও ছেলেরা ঢাকায় থাকেন। তিনি একা নিজ বাড়িতে অবস্থান করেন। গত দু’দিন ওই গৃহবধূর সাথে তার স্বামী ও ছেলেদের কোনো যোগাযোগ নেই।

তার স্বামী রোববার সকালে একই এলাকায় থাকা ছোট ভাইকে ফোন করে তার স্ত্রীর খোঁজ নিতে বলেন। পরে তার ভাইয়ের স্ত্রী মারাজানা বেগম তার খোঁজ নিতে গেলে বসতঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে থানায় অবহিত করেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে, দু’দিন আগে তার মৃত্যু হয়েছে।