ঝালকাঠি প্রতিনিধি// ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তির প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখা। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই অবস্থান তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে হেফাজতের নেতারা বলেন, জাতিসংঘ মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা ফিলিস্তিন ও সিরিয়ায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কোনো কার্যকর ভূমিকা নেয়নি। বরং বিভিন্ন দেশে তাদের অফিস স্থাপন করে মুসলিম নিধনের অংশীদার হয়ে উঠছে।
তারা আরও বলেন, সমকামিতাকে উৎসাহিত করা, ইসলামকে জঙ্গিবাদের সাথে জড়িয়ে কলুষিত করা- এসবই জাতিসংঘের গোপন এজেন্ডা। এখন বাংলাদেশে মানবাধিকার অফিস স্থাপন করে তাদের সেই নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ওয়াশিংটনের এজেন্ডা বাস্তবায়নে যতটা আগ্রহ দেখাচ্ছেন, দেশের উন্নয়নে ততটা মনোযোগ দিচ্ছেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী আয়ুব খান, সাধারণ সম্পাদক মুফতী নূরুল্লাহ আমরাফী, সাংগঠনিক সম্পাদক মুফতী হানজালা নোমানী, প্রচার সম্পাদক মুফতী জাকারিয়া খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তাঁরা অবিলম্বে চুক্তি বাতিলের দাবি জানান এবং বাংলাদেশের মুসলিম জনতার পক্ষ থেকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারিও দেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.