বরগুনা প্রতিনিধি: বরগুনার সদর উপজেলায় ব্যবসার জন্য বাড়ি থেকে বের হয়ে বন্ধুর হাতে রক্তাক্ত জখম হয়েছে বেল্লাল (২৫) নামে এক যুবক। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। বেল্লাল পেশায় একজন টমটম চালক।
স্থানীয়রা ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার দেলোয়ার এবং বেল্লাল পার্টনারশিপে ব্যবসার সিদ্ধান্ত নেয়। শুক্রবার সন্ধ্যার পরে বেল্লাল বাড়ি থেকে ৯৩ হাজার টাকাসহ ফুলতলা বাজারে আসে। সেখান থেকে দেলোয়ারের সাথে রাত সাড়ে ৯টার দিকে তার বাসায় আসে।
পরে ব্রিক ফিল্ডঘাটে থাকা নৌকায় নিয়ে যাওয়ার পর বেল্লাল ৯০ হাজার টাকা দেলোয়ারকে দেয়। দুজনে নৌকায় মুদি পণ্যবাহী ট্রলার আসার অপেক্ষায় থাকে। কিছু সময় পর বেল্লালকে ট্রলার আসলে তাকে ডাক দেওয়ার কথা বলে নৌকা থেকে চলে যায় দেলোয়ার।
বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বেল্লাল জানান, রাত দেড়টার দিকে বেল্লালসহ কয়েকজন এসে তাকে ডাক দিলে নৌকা থেকে বের হওয়ার সাথে সাথে গলা লক্ষ্য করে কোপ দেয়। এতে বেল্লালের বাঁম হাত ও কানে আঘাত লাগে।
পরে তিনি রক্তাক্ত অবস্থায় নদীতে ঝাপ দেন। খাকদন নদীতে আধা কিলোমিটার সাঁতার কেটে নদীর দক্ষিণ পাড়ে পোটকাখালী আশ্রয়ণ এলাকার নদীর চরে উঠে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে রাত আড়াইটার দিকে লোকজন এসে পুলিশে খবর দেয়।
বরগুনা থানার এসআই মনিরুজ্জামান বলেন, রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে রক্তাক্ত জখম অবস্থায় বেল্লালকে উদ্বার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :