ঝালকাঠিতে বিএনপি’র অবস্থান কর্মসূচী পালন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ /
ঝালকাঠিতে বিএনপি’র অবস্থান কর্মসূচী পালন

ঝালকাঠি প্রতনিধি : বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্ণীতির প্রতিবাদে, বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল রাজবন্ধীদের মুক্তি এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে ঝালকাঠিতে বিএনপি’র অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় থেকে বিকেল চারটা পর্যন্ত শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সদর উপজেলার সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান এতে সভাপতিত্ব করেন। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যরিষ্টার ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে নেই, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাস ও জ্বালানির দাম বেড়েছে কয়েকগুন।

আমরা এ অবস্থার পরিবর্তন চাই। এ জন্য খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আজকে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তার মতো কালো আইন করে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। আমরা এ সরকারের হাত থেকে সাধারণ মানুষের মুক্তি চাই।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রিয়াছুল আমীন জামাল, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি দীন ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি মো: তকদীর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, শ্রমিকদলের জেলা সভাপতি মো: টিপু সুলতান, ছাত্রদলের আহ্বায়ক মো: তৌহিদুল ইসলাম, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাজিব সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: খোকন মল্লিক।

বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর পাশাপাশি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। এছাড়াও প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।