স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- বরগুনা সদর থানাধীন লতাবাড়িয়া এলাকার মো. শাহজাহানের ছেলে মো. হাসান মুসুল্লী (৩৫), ও একই এলাকার দেনছের আলীর ছেলে জাকির হোসেন (২১)।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আটকদের অপর সহযোগী ইমরান মৃধা (৩৩) পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক ইমরান মৃধা বরগুনা সদর থানাধীন লতাবাড়িয়া এলার আফজাল মৃধার ছেলে। শনিবার (০৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
মিডিয়া সেলের এসআই তানজিল জানান, বিকেল ৩টার দিকে বরিশাল মেট্রোপরিটনের বন্দর থানাধীন টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের একটি স্ব-মিলের সামনের সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় আটককৃত ও পলাতকদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :