ক্রাইম ট্রেস ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে শনিবার রাতে ইসরাইলি সেনারা আয়েদ আজম সেলিম (২০) নামে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। পশ্চিমতীরের কালকিলিয়া জেলার আজওন শহরে এ হত্যাকাণ্ড ঘটে। খবর ওয়াফা ও সিএনএনের।
ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, আয়েদ আজম সেলিমের বুকে এবং পেটে গুলি করে ইসরাইলি সেনারা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কালকিলিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, গত সপ্তাহে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার পর শুক্রবার ভোরে পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি ও তেলআবিবে পৃথক তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
এসব হামলায় কমপক্ষে তিনজন ইসরাইলি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে পশ্চিমতীরের অবৈধ ইহুদি বসতিতে দুই ইসরাইলি নারী নিহত এবং একজন গুরুতর আহত হন।
হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ড। সেখানে তারা এক সংবাদ সম্মেলনে বলেন, খুব শিগগির হামলাকারীদের স্থান হবে কারাগারে নয়তো কবরে।
পশ্চিমতীর ছাড়াও ইসরাইলের তেলআবিবেও পৃথক দুটি স্থানে বন্দুক হামলা হয়েছে। এতে এক ইতালীয় চিকিৎসক নিহত ও ৬ ইসরাইলি আহত হন। মূলত এসব হামলার পরই ফিলিস্তিনে সাঁড়াশি অভিযানে নামে ইসরাইলি বাহিনী।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :