নিজস্ব প্রতিবেদক// চাঁদাবাজরা যত প্রভাবশালীই হোক, কোনও ছাড় দেওয়া হবে না। সোমবার (২৮ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে তো আপনারাই রিপোর্ট দিচ্ছেন। গুলশানে চাঁদাবাজির ঘটনায়ও আমরা ছাড় দেইনি।’
আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সোমবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের আরও বলেন, ‘কোনও চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। সে যত বড় কিংবা প্রভাবশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করলেও ছাড় দেওয়া হবে না।’
এসময় উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী আগষ্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে। তিনি বলেন, আগষ্ট থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগ পর্যন্ত। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি-ওসি বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এসব পদে সবসময় পোস্টিং হচ্ছে।
মাদক বহনকারীরা ধরা পড়ছে উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, মূল হোতা গডফাদাররা থাকছে আড়ালে, তাদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.