ক্রাইম ট্রেস ডেস্ক : নাটকের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেন সুষমা সরকার। এখন পর্যন্ত দশটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সেসব চরিত্র ছিল পজিটিভ।
প্রথমবার তিনি সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার নাম ‘ছায়া’। ফেরারী ফরহাদের কাহিনি ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন। এরইমধ্যে বাংলাদেশের পাবনা শহরে এর শুটিং শুরু হয়েছে। বর্তমানে ইউনিটের সঙ্গে পাবনায় অবস্থান করছেন সুষমা।
এ প্রসঙ্গে তিনি বলেন, এরইমধ্যে কয়েকটি সিনেমায় পজিটিভ চরিত্রে অভিনয় করেছি। সেসব সিনেমার জন্য অনেক সাড়া পেয়েছি। তবে এবারই প্রথম সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করছি। বলা যায় সিনেমার গল্পের অন্যতম আমার চরিত্রটি। যে কারণে কাজটি অনেক মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। পরিচালক সুমন ভাইও ভীষণ সহযোগিতা করছেন, যেন আমার চরিত্রটি পারফেক্ট হয়।
উল্লেখ্য, তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ডুবসাঁতার’,‘ ছুঁয়ে দিলে মন’, ‘দহন’, ‘ভুবন মাঝি’, ‘বাদশা’, ‘গোর’, ‘নবাব এল এলবি’ ইত্যাদি। এদিকে সুষমা নিয়মিত কায়সার আহমেদের ‘স্বপ্নের রানী’, সজীব মাহমুদের ‘প্রেম নিকেতন’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :