বাবুগঞ্জে সাবেক অতিরিক্ত সচিব দেলওয়ার হোসেন’র উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৩, ৫:১১ অপরাহ্ণ /
বাবুগঞ্জে সাবেক অতিরিক্ত সচিব দেলওয়ার হোসেন’র উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে পানিসম্পদ পরিকল্পনার অধিদপ্তরের সাবেক মহাপরিচাল ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ দেলওয়ার হোসেন’র উদ্যোগে ও সেলফ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এসডিআই) এর সহায়তায় রমাদান খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে ।

রবিবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ও রহমতপুর ইউনিয়নের ১৩০ টি পরিবারের মাঝে এ রমাদান খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

চাঁদপাশা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের নিজ কৃতি সন্তান সাবেক অতিরিক্ত সচিব মোঃ দেলওয়ার হোসেন এর নিজ বাসভবনে তাঁর পক্ষে এ খাদ্য সহায়তা বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম বাবু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল হালিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সাহাব উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, এসডিআই এর সহকারী প্রোগ্রাম অফিসার ইমরান হোসেন প্রমূখ।

এসময় প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি মুসুরী ডাল, ২ কেজি ছোলা বুট, ৫ কেজি আলু, ২ কেজি সয়াবিন, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর, ২ কেজি পিয়াজ, ৫০০গ্রামম রোশন বিতরণ করেন।

বেসরকারী এনজিও সেলফ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এসডিআই) এর মাধ্যমে বিগত দিনেও সাবেক অতিরিক্ত সচিব দেলওয়ার হোসেন এর উদ্যোগে বাবুগঞ্জের শত শত অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।