বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা বামনা উপজেলার জয়নগর গ্রামের আঃ ছত্তার মাস্টারের স্ত্রী ছায়াতন বিবি (৭২)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুরে আমুয়া পাথরঘাটা মহাসড়কের জয়নগরে স্থানে নিহতের বাড়ির সামনে মহাসড়ক পার হয়ে বৃদ্ধা অপর পাড়ে যাচ্ছিলেন।
ঐ মুহূর্তে ডৌয়াতলা বাজার থেকে উপজেলা সদরে কৃষিবিভাগের ট্রেনিং এর খাবার বহনকারী সৈকত বিরানী হাউজের কর্মচারি হাফিজুর রহমানের মটর সাইকেল তাকে চাপা দেয়।
রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে বামনা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরিবারের আপওি না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :