ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা নদীর তীরবর্তী বাধের উপর বসবাসকারী অসহায় গরীব, সুবিধাবঞ্চিত জেলের সন্তানদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ভোলা জেলা শাখার উদ্যোগে ৬০ জন শিশুর মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভোলা জেলা সভাপতি শাহরিয়ার জিহান, সাধারণ সম্পাদক ইসরাফিল মহিম, যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিনা মেহজাবিন অধরা,
চাইল্ড পার্লামেন্ট মেম্বার সাজ্জাদুল ইসলাম, চাইল্ড পার্লামেন্ট মেম্বার তাসফিয়া রশিদ তমা, সাংগঠনিক সম্পাদক কাজী এহসানুল হক জিহাদ, শিশু সাংবাদিক মীর আবিদ হোসেন, শিশু সাংবাদিক বিবি মরিয়ম রিচা, শিশু গবেষক ওয়াহিদ তাওসিফ সিয়াম প্রমুখ।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :