ঝালকাঠি প্রতিনিধি: মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ায় ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স চালক মোঃ রোমেন হাওলাদার(৩৯) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।
মঙ্গলবার ( ১১ এপ্রিল ) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন।
জানাগেছে, গত শনিবার রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজ থেকে রোমেন হাওলাদারকে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাঁকে জেলহাজতে প্রেরণ করলে সোমবার জামিনে মুক্তি পান তিনি ।
বরখাস্তের বিষয়ে জানতে চাইলে রোমেন হাওলাদার বলেন,আমি এবিষয়ে কথা বলতে চাই না। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন।
নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন বলেন, অ্যাম্বুলেন্স চালক মোঃ রোমেন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপাতত তাঁর কর্মস্থলে যোগদানের সু্যোগ নেই।
ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচএম জহিরুল ইসলাম বলেন, মাদক মামলার জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে মামলায় সাজা হলে তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।”
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :