স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মনোনয়নপত্র কিনেছেন বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও কলেজ ছাত্র কল্যান পরিষদের সাবেক ভিপি মঈন তুষার।
মঙ্গলবার সকালে ঢাকার ধানমন্ডির সভাপতির কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ নিয়ে আওয়ামী লীগের ৬ জন মেয়র পদে মনোনয়ন চেয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত রবিবার প্রথম দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বর্তমান মেয়রের চাচা আবুল খায়ের খোকন সেরনিয়াবাত, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও মিজানুর রহমান নামে একজন ব্যবসায়ী।
ওই ব্যবসায়ী নিজেকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে মনোনয়নফরম কিনলেও বরিশাল মহানগরে স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি নেই। পরদিন সোমবার বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে ধানমন্ডির কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
সব শেষ আজ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাত্রলীগ নেতা মঈন তুষার। আগামীকাল ১২ এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরন ও জমা দেয়ার শেষ দিন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :