ক্রাইম ট্রেস ডেস্ক : যৌতুকের দাবিতে ভারতীয় তরুণীকে মারধরের অভিযোগে রাজধানীর সূত্রাপুর থানায় বাংলাদেশি এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১০ এপ্রিল ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা করেন। তবে এখন পর্যন্ত অভিযুক্ত মো. আব্দুল ওয়াকিল নামের ওই যুবককে গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী।
এ বিষয়ে ভুক্তভোগী তরুণী বলেন, আমাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। আপত্তিকর ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে। নিজের নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে আছি। তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক।
মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারিতে মেডিকেলে পড়ালেখা করতে বাংলাদেশে আসেন ভারতীয় তরুণী। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের চতুর্থ বর্ষে অধ্যয়ন করছেন। ২০২২ সালের এপ্রিল মাসে বাংলাদেশি আব্দুল ওয়াকিলের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নিলে ওয়াকিল তাকে হিন্দুধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করতে বলেন। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর ভারতীয় তরুণী মুসলিম ধর্ম গ্রহণ করেন। একই বছরের ১৭ সেপ্টেম্বরে ঢাকা জজ কোর্ট থেকে এভিডেভিড করে এক লাখ টাকা কাবিননামায় তারা বিয়ে সম্পন্ন করেন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, কলকাতায় অনেক ধনসম্পদ আছে জেনে ওয়াকিল যৌতুক দাবি করতো। এসব বিষয়ে প্রতিবাদ করলে ভারতীয় তরুণীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। দেশের বাড়িতে নিয়ে যেতে বললে ওয়াকিল বিভিন্ন ধরনের তালবাহানা করে তাকে বিভিন্ন হোটেলে নিয়ে যেত এবং মাঝে মধ্যে হোটেলে একসঙ্গে থাকতো। বর্তমানে ভারতীয় তরুণী নয় সপ্তাহের গর্ভবতী। গত ৫ মার্চ বিষয়টি তাকে জানালে ওয়াকিল তাকে গর্ভপাত করতে বলে। প্রতিবাদ করলে তাকে চড়-থাপ্পড় মারে। দশ লাখ টাকা তাকে না দিলে তালাক দিবে বলে হুমকি দিয়ে চলে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক মো. ফিরোজ আলী বলেন, যৌতুকের জন্য মারধরের অভিযোগে ভারতীয় এক তরুণী মামলা দায়ের করেছেন। এ মামলাটির তদন্ত চলছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :