ক্রাইম ট্রেস ডেস্ক : প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমির লিগে (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে অভিষেকার অপেক্ষায় আছেন লিটন। এরই মাধ্যে বৈশাখীর শুভেচ্ছা জানিয়েছেন লিটন দাস।
ইডেন গার্ডেন্সে নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে কলকাতা। যেখানে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ধারণা করা হচ্ছে এই ম্যাচেই অভিষেক হবে লিটনের।
কারণ হিসেবে বিশ্লেষকরা বলছে, কলকাতাকে প্রথম তিন ম্যাচে ভুগিয়েছে ওপেনিং জুটি। তিন ম্যাচে তিনটি আলাদা জুটি নামানো হয়েছে। প্রথম ম্যাচে খেলেছিলেন গুরবাজ ও মনদীপ সিংহ। দ্বিতীয় ম্যাচে গুরবাজ ও বেঙ্কটেশ আয়ার। তৃতীয় ম্যাচে গুরবাজের সঙ্গে ওপেন করেছেন নারায়ণ জগদীশন। কিন্তু একটি জুটিও সফল নয়।
তাই হায়দরাবাদের বিপক্ষে আরও এক বার ওপেনিং জুটিতে বদল হতে পারে। জেসন ও লিটনের মধ্যে এক জনকে খেলিয়ে দিতে পারে কেকেআর। সে ক্ষেত্রে গুরবাজের সঙ্গে তিনি ওপেন করতে নামবেন। উপমহাদেশের ক্রিকেটার হিসাবে লিটনের খেলার সম্ভাবনা বেশি। আর তাই যদি হয় তবে আজই অভিষেক হবে লিটনের।
এদিকে আজ থেকে শুরু হয়েছে বাংলা বর্ষ ১৪৩০। নববর্ষের এই দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন লিটন। কলকাতা থেকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে লিটন লেখেন, আশা করি অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বাংলা বছর আপনার জীবনে নতুন দিগন্ত বয়ে আনবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :