খারাপ সময়ে ওয়াটসনকে পাশে পাচ্ছেন ওয়ার্নার


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৩, ২:১৩ অপরাহ্ণ /
খারাপ সময়ে ওয়াটসনকে পাশে পাচ্ছেন ওয়ার্নার

ক্রাইম ট্রেস ডেস্ক : চলমান আইপিএলে ব্যাট হাতে রান পেলেও ধীরগতির ব্যাটিং করছেন ডেভিড ওয়ার্নার। যারফলে সমালোচনাও শুনতে হচ্ছে এই অজি ওপেনারকে। তবে এমন সময়েও তার পাশে দাঁড়িয়েছেন শেন ওয়াটসন। দিল্লির সহকারী কোচের মতে শীঘ্রই ব্যাটিংয়ে ঝড় তুলবেন এই অভিজ্ঞ ব্যাটার।

চলতি আসরে এখনও পর্যন্ত ৪ ম্যাচে ৩টি ফিফটিতে তার রান ২০৯। আসরের যা দ্বিতীয় সর্বোচ্চ। ব্যাটিং গড় ৫২.২৫। কিন্তু সমস্যা হলো তার রান করার ধরন, যেখানে আগের গতি হারিয়ে গেছে। আসর শুরু করেন তিনি ৪৮ বলে ৫৬ রানের ইনিংস খেলে। এরপর তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৩৭, ৫৫ বলে ৬৫ ও সবশেষ ম্যাচে ৪৭ বলে ৫১। সেদিন ফিফটি ছোঁয়ার পর উদযাপনের বদলে তিনি উল্টো হতাশা প্রকাশ করেন।

আসরে তার স্ট্রাইক রেট ১১৪.৮৩। আসরে ২০০ রান ছোঁয়া অন্য দুই ব্যাটসম্যানের স্ট্রাইক রেটের চেয়ে তিনি যোজন যোজন পিছিয়ে। ৪ ম্যাচে ২৩৩ রান করা শিখর ধাওয়ানের স্ট্রাইক রেট ১৪৬.৫৪, জস বাটলার ২০৪ রান করেছেন ১৭০ স্ট্রাইক রেটে।

ওয়াটসন বলেন, ‘কোচ হিসেবে আমার কাজেরও অংশ এটি। কারণ ডেভকে আমি খুব ভালোভাবে চিনি তার সঙ্গে ব্যাটিং করে ও তার সঙ্গে খেলে। আমি জানি, দু-একটি ব্যাপার সে আগামী কয়েক দিনের মধ্যে ঠিকঠাক করে নেবে এবং আমি বিস্মিত হব, যদি সে (জ্বলে না ওঠে)… হ্যাঁ, সে রান করছে, তবে স্কোরিং রেটের দিক থেকে সে যদি এবারের আইপিএলে ঝড় না তোলে… (তাহলে অবাক হব)… সে খুব কাছাকাছিই আছে।’