নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়কের পদত্যাগ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ /
নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়কের পদত্যাগ

নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। ‘মিজানুর দুলাল’ নামে অ্যাকাউন্ট থেকে ওই পোস্টে তার স্বাক্ষরিত পদত্যাগের আবেদন প্রকাশ করা হয়।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে দেওয়া ওই আবেদন সূত্রে জানা গেছে, তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ থাকায় উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে তার রাজনৈতিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। তাই তিনি পদত্যাগ করছেন। তবে তিনি দলের একজন সাধারণ কর্মী হিসেবে থাকবেন।

এ ব্যাপারে মিজানুর রহমান দুলাল মুঠোফোনে জানান, তিনি আহ্বায়ক হওয়ার পর থেকে পদবঞ্চিত কিছু নেতা দলের ভেতর গ্রুপিং সৃষ্টি করেছেন। তিনি কোনো ধরনের গ্রুপিং মেনে নিতে রাজি না। এছাড়া এই চক্র আঁতাত করে দলীয় বিভিন্ন কর্মসূচিতে বাধা সৃষ্টি করছেন। এতে দলের সাধারণ কর্মীরা একের পর এক হয়রারির শিকার হচ্ছে। তাই দল ও কর্মীদের রক্ষা করতে তাকে পদত্যাগের পথ বেছে নিতে হয়েছে বলে তার দাবি।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল দলের দুর্দিনের একজন কান্ডারি। দলের এই দুঃসময়ে তাকে প্রয়োজন ছিল।

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. শাফিকুর রহমান শাফিক বলেন, মিজানুর রহমান দুলাল দলের আহ্বায়ক হওয়ার পর দলকে সংগঠিত করতে কাজ করছেন। তিনি এর আগেও সভাপতি থাকাকালে দলের নেতাকর্মীরা ব্যাপকভাবে সুযোগ সুবিধা পেয়ে দল করেছেন। তাই আমরা তার পদত্যাগ মেনে নিতে রাজি না।

এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, মিজানুর রহমান দুলাল দলের একজন পরীক্ষিত নেতা। তিনি এর আগে ওই উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি আবেগতাড়িত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে শুনেছি। তার এমন সিদ্ধান্ত সঠিক নয়।