দুমকীতে কবরস্থানের দেয়াল নির্মাণ নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজা আহত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ /
দুমকীতে কবরস্থানের দেয়াল নির্মাণ নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজা আহত

দুমকী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে কবরস্থানের দেয়াল নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে চাচা সোহরাব শরীফ (৫৬) ও ভাতিজা মিজান শরীফ ওরফে নিজাম (৩০) আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে প্রয়াত ওসমান শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে সোহরাব শরীফের ছেলে মামুন শরীফ কবরস্থানে নির্মাণাধীন দেয়ালে লাথি মারলে ইট খসে পড়ে সুলতান শরীফের ছেলে মিজান শরীফ আহত হন। এ নিয়ে দু’গ্রুপের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জেরে মিজান শরীফের লোকজন চাচা সোহরাব শরীফকে মারধর করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।