বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটে জেটি নির্মাণ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ১২:৪৬ অপরাহ্ণ /
বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটে জেটি নির্মাণ

বাবুগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন পর অবশেষে বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটে অত্যধুনিক জেটি নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণের ফলে বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটের যাত্রী ও লঞ্চের যাত্রীদের পারা পারে দূর্ভোগ কমে আসবে।

প্রতি বছর বর্ষা মৌসুমে এখানকার যাত্রীদের বেশ ঝুকির মধ্য দিয়ে ঢাকাগামী লঞ্চে উঠানাম করতে হয়। সে দিকটিবিবেচনা করে বাবুগঞ্জ মুলাদীর কুতি সন্তান বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সদ্য সাবেক অতিরিক্ত সচিব ড হারুণ অর রশিদ বিশ্বাস এর একক প্রচেষ্টায় বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্তৃপক্ষের নিয়ন্ত্রনাধীণ এ জেটি নির্মান করা হচ্ছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অর্থায়ণে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে দৃশ্যমান হচ্ছে এ জেটি।

আগামী ঈদ উল আযহার পরে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধনের মধ্যে দিয়ে এটি জনসাধারণরে জন্য উন্মূক্ত করা হবে বলে জানান ড. হারুণ অর রশিদ বিশ্বাস। এদিকে শুক্রবার ১৪ এপ্রিল দুপুরে জেটি নির্মান কাজের অগ্রগতি পদির্শনে আসেন বাবুগঞ্জ মুলাদী আসনের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের সদ্য সাবেক অতিরিক্ত সচিব ড, হারুন অর রশিদ বিশ্বাস।

পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার মোঃ কামাল হোসনে , প্রধান শিক্ষক আবুল হোসন বাবুল বিশ্বাস, শিক্ষক নেতা মোঃ মাসুদ আহমেদ,প্রধান শিক্ষক মোঃ মনজুরুল রহমান টুটুল,সমাজ সেবক মোঃ মাহবুব হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।