ক্রাইম ট্রেস ডেস্ক : আর্থিক অনিয়ম লুকানোয় বাফুফে সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে সব ধরনের ফুটবলের কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। পাশাপাশি ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফিফার ইথিক্স কমিটি দিয়েছে এমন সিদ্ধান্ত। ফিফা জানিয়েছে, বাফুফেকে দেয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা। এরইমধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠিও পাঠিয়েছে ফিফা।
ফান্ডের অর্থ খরচ সংক্রান্ত বিষয়ে বাফুফের দেওয়া তথ্য পর্যালোচনা করে ফিফার তদন্তে এবং শুনানিতে ত্রুটি ধরা পড়ে। গত ফেব্রুয়ারিতে সোহাগসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরও তিন কর্মকর্তার ফিফার সদর দপ্তরে ডাকা হয়। এর আগে ফিফা বাফুফেতে প্রতিনিধি বসিয়ে অডিট প্রতিবেদনগুলো তদন্ত করেছিল।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :