ক্রাইম ট্রেস ডেস্ক : ভারতের চেন্নাই বিমানবন্দরে সদ্য উদ্বোধন হওয়া নতুন টার্মিনালের একটি ট্রায়াল রানের অংশ হিসেবে আগামী ২০ এপ্রিল ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই) সম্পূর্ণ অপারেশন স্থানান্তর করার আগে পরীক্ষামূলকভাবে নতুন টার্মিনালে একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।
এ ক্ষেত্রে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে বেছে নেওয়ায় ইউএস-বাংলা কর্তৃপক্ষ সম্মানিতবোধ করছে এবং এএআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছে।২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে সপ্তাহে প্রতিদিন ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
চেন্নাই বিমানবন্দরের ডিরেক্টর শারদ কুমার বলেন, সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা তা খুঁজে বের করার জন্য এটি একটি ট্রায়াল হবে। কারণ এখানে সব কিছুই নতুন। যাত্রীরা কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা তা খুঁজে বের করতেও এটি আমাদের সাহায্য করবে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। ভারতের চেন্নাই ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :