ঝালকাঠিতে নৌবাহিনীর ভুয়া অফিসার আটক


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ /
ঝালকাঠিতে নৌবাহিনীর ভুয়া অফিসার আটক

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠিতে নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দেয়া ওয়াহেদ বাবু খালেক (৪৪) নামে এক ভুয়া নৌবাহিনী অফিসারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের নতুন কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ভুয়া নৌবাহিনীর অফিসার ওয়াহেদ বাবু খালেক শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকার মৃত এমএ ওয়াহেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়াহেদ বাবু খালেকের পিতা একসময় নৌবাহিনীতে চাকুরী করতেন। তিনি মারা যাওয়ার পর তার পোশাক, র‍্যাংক ও ব্যাজ পরিধান করে করে ওয়াহেদ বাবু খালেক বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলতেন। এছাড়াও তিনি দুটি খেলনা পিস্তলের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ভুয়া নৌবাহিনীর অফিসার ওয়াহেদ বাবু খালেকের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।