বাউফলে ব্যবসায়িকে পিটিয়ে আহত করে টাকা পয়সা ছিনতাই


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ /
বাউফলে ব্যবসায়িকে পিটিয়ে আহত করে টাকা পয়সা ছিনতাই

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ইকবাল হোসেন নামের এক ব্যাবসায়িকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে জোমাদ্দার বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে।

অভিযোগকারী ইকবাল হোসেন জানান, গত শুক্রবার বিকাল ৩টার দিকে তার নিজ ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য মাল ক্রয়ের উদ্দেশ্যে কালাইয়া বন্দর বজারে রওয়ানা হন।

চন্দদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জোমাদ্দার বাড়ি এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা লুৎফর জোমাদ্দার(২২), দুলাল খাঁন (৫৫), জসিম(১৯), অবদুল্লাহ ও সাইফুল (২২) সহ ৭-৮ জনের একটি দল ইকবালের উপর হামলা করে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় তার সাথে থাকা নগদ দেড় লাখ টাকা মোবাইল ও ঘড়ি লুটে নেয়। পরে স্থানীয়রা ছটে এসে তাকে উদ্ধার করে বাউফল সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম অরিচুল হক বলেন, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।