বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফের বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে পক্ষিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করা হয়। চাল নিতে দুই হাজারের বেশি মানুষ ইউপি কার্যালয়ে আসেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও প্রায় অর্ধেক মানুষ চাল পাননি। তাঁরা চাল না পেয়ে খালি হাতে ফিরে যান।
চাল নিতে আসা পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিধবা জাহানারা বলেন, ‘স্বামী মারা গেছে। সংসার খুব কষ্টে চলছে। চাউল নিতে আইছি, কিন্তু পাই নাই। চাল দেওয়া শেষে আমাগো বলে বরাদ্দ নাই।’ ৮ নম্বর ওয়ার্ডের দরিদ্র মোতাহার বলেন, ‘চালের জন্য এসেছি। তবে কপালে চাল না জোটায় বাড়ি চলে যাচ্ছি।’
পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার বলেন, ‘ভিজিএফের চাল পেতে দুই হাজারের বেশি অসহায় ও দুস্থ মানুষ সকাল থেকে তীব্র রোধ আর গরমের মধ্যে এখানে ভিড় করেন। বরাদ্দ কম থাকায় আমরা পক্ষিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হত দরিদ্র এক হাজার সাতজনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেছি। বাকিদের দিতে পারিনি।
বরাদ্দ বাড়ানো হলে ভালো হতো। সবাইকে দিতে পারতাম।’ এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিরামন বৈদ্য, ইউপি সচিব আশরাফ উদ্দিন খানসহ ইউপি সদস্যরা।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :