লাতিন আমেরিকা সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ /
লাতিন আমেরিকা সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ক্রাইম ট্রেস ডেস্ক : ইউক্রেন যুদ্ধের পর প্রথমবারের মতো লাতিন আমেরিকার দেশগুলোতে সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ কথা জানিয়েছেন। এ সফরে সের্গেই লাভরভ ব্রাজিল, ভেনিজুয়েলা, নিকারাগুয়া এবং কিউবা যাবেন। খবর আনাদোলুর।

আজ ১৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে লাতিন আমেরিকা যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী, থাকবেন ২১ এপ্রিল পর্যন্ত। দেশগুলোর সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক ও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এ সফরে যাচ্ছেন সের্গেই লাভরভ।

এ অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর। সর্বশেষ ২০২০ সালে লাতিন আমেরিকা সফর করেন লাভরভ।