ক্রাইম ট্রেস ডেস্ক : ‘পাঠান’-এর বিপুল সাফল্যের পর শাহরুখ খানের ক্যারিয়ারে নতুন মোড় নিয়েছে বলে মনে করছেন পরিচালকরা। বলেউডে গুঞ্জন উঠেছে— ২১ বছর পর শাহরুখকে ফিরে চাইছেন সঞ্জয় লীলা বানসালিও। সঞ্জয় পরিচালিত ‘দেবদাস’ ছিল শাহরখের সঙ্গে তার শেষ কাজ।
তবে এবার ‘ইনশাল্লাহ’ ছবিতেই নায়ক হিসাবে দেখা যাবে শাহরুখকে। নায়িকা কিয়ারা আদভানি। তবে তার পাশে শাহরুখকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না এতদিন। চুক্তিতে ছিলেন আরেক খান, ‘ভাইজান’। তবে সালমান খানের সঙ্গে মতান্তর দেখা দিতে এ ছবির কাজ বহু দিন তুলে রেখেছিলেন পরিচালক। মাঝে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ বানিয়েছেন সঞ্জয়। তার পর আবার এখন ধুলো ঝেড়ে নামালেন ‘ইনশাল্লাহ’র কাজ।
নব্বইয়ের দশকের দুই মেগাতারকাই রয়েছেন সঞ্জয়ের ভাবনায়। তার মধ্যেই হঠাৎ ভাইরাল এক টুইট। যাতে বলা হয়েছে— সঞ্জয়ের পরবর্তী ছবিতে কিয়ারার সঙ্গে দেখা যাবে শাহরুখকে। রোমান্টিক কমেডি ছবি সেটি, মুক্তি পাবে ২০২৫ সালের প্রেম দিবসের আশপাশে।
যদিও এই তথ্য ভুয়া বলেই মনে করছেন অনেকে। শাহরুখ ও কিয়ারাকে নিয়ে অহেতুক গুজব রটানো হচ্ছে বলে তাদের দাবি। বর্তমানে ‘সত্য প্রেম কি কথা’ নিয়ে ব্যস্ত আছেন কিয়ারা। সেটিও এক রোমান্টিক কমেডি, মুক্তি পাবে ২০২৩ সালের জুনে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :