বাবুগঞ্জে এতিমখানায় প্রতিষ্ঠাতা ড. হারুন অর রশিদ বিশ্বাসের ঈদবস্ত্র বিতরণ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ /
বাবুগঞ্জে এতিমখানায় প্রতিষ্ঠাতা ড. হারুন অর রশিদ বিশ্বাসের ঈদবস্ত্র বিতরণ
বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জের কেদারপুরে অবস্থিত মরহুম আঃ আউয়াল বিশ্বাস এতিমখানার প্রতিষ্ঠাতা ড. হারুন-অর রশিদ বিশ্বাস এর উদ্যোগে অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ-উল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে এতিমখানার শিশুদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপার, উপদেষ্টা মন্ডলির সদস্য,পরিচালনা পর্ষদের সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্যাপিটেশন প্রাপ্ত এ এতিমখানাটি ২০১৪ সালে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়ায় প্রতিষ্ঠিত হয়।  এ-এতিমখানাটিতে অর্ধশতাধিক শিক্ষার্থীদের আবাসন, খাবার পরিবেশন ও বস্র নিশ্চিত করণের মাধ্যমে দীর্ঘ ১০বছরেরও বেশি সময় ধরে পরিচালিত হয়ে আসছে।