ক্রাইম ট্রেস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরের কাছে একটি বাড়িতে দুই নিখোঁজ কিশোর এবং একজন যৌন অপরাধীসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে সাতজনের লাশ উদ্ধার করে ওকমুলজি কাউন্টি শেরিফ।
ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস বলেন, যৌন অপরাধী জেসি ম্যাকফ্যাডেন যেখানে থাকতেন, সেখানে অফিসাররা তল্লাশি চালিয়েছেন। তখন সেখানে ১৪ বছর বয়সি আইভি ওয়েবস্টার এবং ১৬ বছর বয়সি ব্রিটানি ব্রুয়ারের মৃতদেহ পাওয়া যায়।
তিনি বলেন, অন্যান্য মৃতদেহ সম্ভবত ম্যাকফ্যাডেন এবং তার পরিবারের সদস্যদের হতে পারে। তবে তিনি জানিয়েছেন, এখনো লাশ কাদের না শনাক্ত করা যায়নি। কাউন্টি সোমবারের শুরুতে একটি সতর্কতা জারি করেছিল যে দুটি কিশোর নিখোঁজ। পরে মৃতদেহ পাওয়ার পর সতর্কতা বাতিল করা হয়।
স্থানীয় কেওটিভি জানিয়েছে, ব্রিটানি ব্রুয়ার তার বাবা নাথান ব্রুয়ারের বরাত দিয়ে ম্যাকফ্যাডেন পরিবারের সঙ্গে সপ্তাহান্তে কাটাতে যান। রোববার রাতে তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু আসেনি।
৩৯ বছরের ম্যাকফ্যাডেন একটি কিশোরী মেয়েকে যৌন বার্তা পাঠানোর জন্য অভিযুক্ত ছিলেন। সোমবার তার বিচার শুরু হওয়ার কথা ছিল। তবে গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :