বাবুগঞ্জে ব্রাকের উদ্যোগে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ৩, ২০২৩, ৬:৫৮ অপরাহ্ণ /
বাবুগঞ্জে ব্রাকের উদ্যোগে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে ব্রাকের উদ্যোগে বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন- ব্রাক মাইগ্রেশন প্রোগামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (ডি.সি) সাহিদা আক্তার। তিনি ব্র্যাকের মাইগ্রেশান প্রোগ্রামের সেবা প্রদান, বিদেশ ফেরত ও গমনেচ্ছুদের বিভিন্ন সমস্যার ও তার সমাধান বিষয়ে আলোচনা করেন।

বুধবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদ হলরুমে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় পরিচালিত রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বিদেশ ফেরতদের পুনরেকত্রিকরণ শীর্ষক এ কর্মশালায় চাঁদপাশা ইউনিয়নর পরিষদের সচিব এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, বিদেশ গমনের পূর্বে প্রতিটি ব্যক্তির প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করলে বিদেশ গিয়ে বেশি অর্থ উপার্জন করা সহজতর হয়। প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ অবৈধভাবে হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে বৈধভাবে দেশে পাঠালে দেশের ও নিজের উভয়ই লাভবান হবে।

বিদেশ গমনেচ্ছুদের বৈধভাবে বিদেশ যাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। ইউপি চেয়ারম্যান বলেন যারা বিদেশ যেতে চায় এবং যারা বিদেশ ফেরত তাদের সহযোগিতা করতে হবে, কারণ তারা বিদেশ গিয়ে রেমিট্যান্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখছে । তাই তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, যার যার অবস্থান থেকে বিদেশ ফেরত অভিবাসীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ আব্দুল হালিম, কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ হোসেন, কমিউনিটি হেল্থ প্রোভাইডার মোঃ মহসিন সুজন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, ব্রাক ইকোনমি রিইইন্টিগ্রেশন মাইগ্রেশন প্রোগ্রামের (বরিশাল) সেক্টর স্পেশালিস্ট শেখ সাদিয়া ইয়াসমিন, সাইকোসোশ্যাল কাউন্সেলর তরুন মিত্র, ফিল্ড অর্গানাইজার মোঃ আবু হানিফ,আওয়ামীলীগ নেতা মোঃ জুয়েল মোল্লা,ইউপি সদস্য মোঃ মামুন হোসেন।

এছাড়াও এ কর্মশালায় চাঁদপাশা ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সম্ভাব্য অভিবাসী, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।