বরিশালে খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ৩, ২০২৩, ৭:১৫ অপরাহ্ণ /
বরিশালে খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, বরিশাল : নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে শিশু-কিশোর সংগঠন খেলাঘর ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমীতে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমীন-উল আহসান।

খেলাঘর জেলা কমিটির সভাপতি পংকজ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আব্বাস উদ্দিন খান।

সংগঠনের সহসভাপতি কাজী সেলিনার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জীবন কৃষ্ণ দে, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ এবং খেলাঘর জেলা কমিটির সাধারন সম্পাদক তৌছিক আহমেদ রাহাত।

অনুষ্ঠানে প্রায় আড়াই শ’ শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। পরে সংগঠনের শিল্পিদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।