রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে শতাধিক পোষা কবুতর বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ পালট গ্রামে এ ঘটনা ঘটে।
ওই এলাকার মাহে আলম হাওলাদার ও তাঁর ছেলে রিপন হাওলাদার দীর্ঘদিন ধরে কবুতরের ব্যবসা করে আসছেন। তাঁরা জানান, নিজ বাড়িতে মুক্তভাবে বিভিন্ন প্রজাতির ১২৫টির বেশি কবুতর পালন করে আসছিলেন।
কিন্তু গতকাল রাতে অনেক কবুতর বাড়ি ফেরেনি। সকালে বাড়ির আশেপাশে পোষা কবুতরগুলো মরে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে ২৭টি মৃত কবুতর উদ্ধার করা হয়। দুপুরে এসব মরা কবুতর উপজেলা পশু হাসপাতালে নিয়ে যান তাঁরা।
রিপন হাওলাদার অভিযোগ করেন, স্থানীয় দুর্বৃত্তরা খাদ্যে বিষ প্রয়োগ করে তাঁর কবুতরগুলো হত্যা করে থাকতে পারে অথবা কেউ ধানের বীজতলায় কীটনাশক দেওয়ার ঘটনায়ও কবুতরগুলো মারা যেতে পারে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার জানান, পালট গ্রামে পোষা কিছু কবুতর মারা যাওয়ার ঘটনাটি শুনেছেন। তাঁদের থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
খাদ্যে বিষক্রিয়ায় কবুতরগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :