স্টাফ রিপোর্টার, বরিশাল : আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শাহীন খান আজাদ। তিনি ২৩ নং ওয়ার্ড খান সড়ক এলাকার মরহুম আব্দুল মজিদ খান এর পুত্র। বুধবার সকাল ১১টায় বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কাউন্সিলর পদে এ মনোয়ন ফরম সংগ্রহ করেন তিনি। জানা যায়, শাহীন খান আজাদ দীর্ঘদিন যাবত দেশের বাহিরে থাকলেও তার ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে তাকে সবসময় কাছে পেতেন বলে জানান ওয়ার্ডবাসী।
এমনকি করোনাকালীন সময় তিনি তার ওয়ার্ডের অসহায় কয়েক হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী থেকে শুরু করে আর্থিকভাবেও সহযোগিতা করেন। ২৩নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা জব্বার মিয়া জানান, আমরা সিটি করপোরেশন এলাকায় থেকেও সিটির তেমন কোনো সুবিধা ভোগ করতে পারিনা। ওয়ার্ডে একের পর এক কাউন্সিলর পরিবর্তন হয় কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়না।সাকিব নামের এক কলেজ ছাত্র বলেন,আমরা তরুণরা এবার বিকল্প কিছু চাচ্ছি। কারণ এবারের নির্বাচন একটু ভিন্ন।আমাদের ২৩নং ওয়ার্ডে যে কয়জন প্রার্থী হয়েছেন সে ক্ষেত্রে আজাদ ভাই একজন খুব ভালো মানুষ। আমার জানামতে তিনি কোনো দলাদলির মধ্যে নাই।
আমরা তরুণ ভোটাররা চাই তার মতো একজন মানুষ আমাদের জনপ্রতিনিধি হিসেবে আসুক। মনোনয়ন পত্র সংগ্রহের পর শাহীন খান আজাদ জানান, আজ আমার নির্বাচনী এলাকার ২৩নং ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার এলাকার জনগণ আমার পাশে থাকবে বলে আমি আশাবাদী। আমি দীর্ঘদিন প্রবাসে থাকলেও আমার অপূর্ণতা কখনো পেতে দেইনি আমার ওয়ার্ডের বাসিন্দাদের।
তাদের বিপদে আপদে সবসময় আমি অথবা আমার লোক তাদের পাশে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি আমার ওয়ার্ডের জনগণ আমার প্রতি আস্থা রেখেই আমাকে শতভাগ সমর্থন করবে। তিনি আরও বলেন, আমাকে যদি ২৩ নং ওয়ার্ডের সম্মানিত ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি এই ওয়ার্ডের চেহারা পরিবর্তন করে দিবো ইনশাআল্লাহ।শাহীন বলেন, সবকিছু যে সিটি করপোরেশনের তহবিলের বরাদ্দ দিয়েই কাজ করতে হবে তেমন না। আমি যদি নির্বাচিত হই তাহলে আমার নিজ অর্থায়নে বিগত দিনের ন্যায় এলাকায় উন্নয়ন মূলক কাজ করবো।
এছাড়াও তিনি বলেন, নির্বাচন কর্মকর্তা আমাদেরকে আচারন বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আমরা নির্বাচনের সকল আচারন বিধি মেনে কাজ করবো। এর আগে তিনি তার সমর্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ফরম সংগ্রহ করার উদ্দেশ্যে উপস্থিত হন। ফরম সংগ্রহ করার পরে তার এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি।উল্লেখ্য,গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে।
১৮ মে মনোনয়নপত্র বাছাই এবং ২৫ মে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২৬ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।বরিশাল সিটি করপোরেশন এলাকায় ভোট কেন্দ্র ১২৩টি। মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৪০৭ জন। সেক্ষেত্রে ২৩ নং ওয়ার্ডে মোট ভোটার ১৪১২৯ জন কেন্দ্র ৬টি এবং কক্ষ ৪৬টি। তবে ভোটার এবং ভোট কেন্দ্র আপডেট হচ্ছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :